গ্রাম আদালত
স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ০৯ মে ১৯ নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন, যা ২০১৩ ইং সনে সংশোধন হয়ে ২৫০০০ টাকা থেকে ৭৫০০০ টাকা ক্ষতিপূরণ আদায়ের এখতিয়ার হয় । এ আইনের মূল কথাই হলো স্হানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পিত্তি।নিজেদেন মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তি পূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্হিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হচ্ছেন ।
ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরী সহযোগিতায় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প, যা, স্থানীয় সরকার শাখা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে ।
এই আদালতের মাধ্যমে গ্রাম অঞ্চলের ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী (৭৫,০০০/= টাকার মধ্যে) বিরোধ আদালত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS